মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া ও খাদ্য উপকরন বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় গত মঙ্গলবার কালুখালী উপজেলার চরাঞ্চলের সুফলভোগীদের ভেড়া ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এ কর্মসূচির উদ্বোধন করেন।
পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন জানান, এ প্রকল্পের আওতায় উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬৫ জন উপকারভোগীর প্রত্যেককে ৩টি করে ভেড়া, ৭৫ জন ভেড়া পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে ভেড়ার খাবার, ১৩০ জন হাঁস পালন উপকারভোগীর প্রত্যেককে ৭৬কেজি ৮শ গ্রাম করে হাঁসের খাবার ও ২০ জন মুরগি পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ৭৫ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়েছে।