রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালুখালী উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত শিক্ষা অফিসার সরকার রওশন আরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমান বুলু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেক মৃধা, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ হায়দার, জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক হাসেম আলী প্রমুখ বক্তব্য রাখেন।