কালুখালীতে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস কর্মসূচির ডিলার নির্বাচন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওএমএস এর ডিলার আবেদনকারীদের উপস্থিতে এ নির্বাচন সম্পন্ন হয়। কালুখালী উপজেলার চাঁদপুর বাসষ্টান্ড, রতন দির্য়া বাজার ও রেল ষ্টেশন বাজার এর জন্য ১৭ জন ডিলার আবেদন করেন। এর মধ্যে ১৪জন বাছাই পর্বে নির্বাচিত হয়। তাদের মধ্য থেকে চাঁদপুর বাসষ্টান্ড এলাকায় আরশেদ আলী, রতনদিয়া বাজারে সালমা খাতুন ও রেল ষ্টেশন বাজারে সাঈদ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ লটারী অনুষ্ঠান পরিচারনা করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশন আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ূারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ উপস্থিত ছিলেন।