তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজবাড়ী কালুখালী উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনাপুর বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশের সভাপতিত্ব করেন মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুল ইসলাম শাহীন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাজাহান আলী, জিয়াউর রহমান জিরু, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, ঢাকা মহানগর (উত্তর) যুবদলের সাবেক আহ্বায়ক আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ডা. জাকির হোসেন, মাজবাড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মেরিনা প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।