২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালুখালী উপজেলা যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো, জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল ।
উপজেলা যুবদলের সদস্য সচিব ডা. জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মন্ডল, এস এম কাওসার মাহমুদ, সদর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল হক রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটার, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হানিফ মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর সরদার, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাশেম আলী মোল্লা প্রমুখ।