রাজবাড়ীর কালুখালী উপজেলার ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন । গত রোববার রাতে উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে কালুখালী থানার পুলিশ। তার নাম মিজানুর রহমান মোল্লা। তিনি একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মিজানুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি কালুখালী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার মিজানুর রহমান মোল্লাকে রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।