রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে (২০শে মার্চ) বৃহস্পতিবার বিকালে জংগল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জংগল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ লস্করের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবু জাফর মিয়া, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান আক্তার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
ইফতারপুর্বে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের জন্য দোয়া এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবু সালেহ।