রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সরিষা ইউপিতে নিউটন পানি কচু জাতের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের আলোচনায় নিউটন পানি কচু চাষে কৃষকের সাফল্যের তথ্য তুলে ধরেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ। তিনি পানি কচু চাষের পদ্ধতি ও পরিচর্যার বিষয়ে আলোচনা করে বলেন, আগের তুলনায় এখন অনেকেই এই জাতের কচু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। সঠিক নিয়ম মেনে পানি কচু চাষ করলে সহজেই লাভবান হওয়া যায় বলে উল্লেখ করেন তিনি। উপজেলার সরিষা ইউপিতে নিউটনের পানি কচুর উপর মাঠ দিবসের আলোচনা শেষে কলিমহর ইউপিতে ওল কচু প্রদর্শনী পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, কৃষক কৃষাণীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।