রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপিতে শনিবার দ্বিতীয় পর্বে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান ট্রাকে সকাল ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলে। সকালে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো.হাবিবুর রহমান প্রামানিক দ্বিতীয় পর্বের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় টিসিবির ডিলার মো. সিরাজুল ইসলাম (শাহজাহান মিয়া), তদারকি কর্মকর্তা পাংশার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মন ও পাংশা মডেল থানার এসআই মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। টিসিবির ডিলার মো. সিরাজুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ১হাজার ৫২২ জন সুবিধাভোগীর মাঝে নির্দিষ্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫৬০ টাকা করে জমা নিয়ে প্রত্যেকের ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। নি¤œআয়ের মানুষ টিসিবির সুবিধা পেয়ে খুশি।