রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সাথে মতবিনিময় করেছে উপজেলার খুচরা সার বিক্রেতারা (সাবডিলার)। ৬ সেপ্টেম্বর দুপুরে কৃষি অফিসের হল রুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা দীলিপ কুমার দাস, উদ্ভিদ সংরক্ষন অফিসার শাহজাহান আলী খান, উপ সহকারী কৃষি অফিসার মাহবুব আলী খান, খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মোঃ শওকত হোসেন মিন্টু, বাদশা মন্ডল প্রমুখ। খুচরা সার বিক্রেতারা সঠিক সময়ে সঠিক মূল্যে সার ক্রয় বিক্রয় করতে চায়। তাদেরকে সহযোগিতার অনুরোধ জানালে কৃষি কর্মকর্তা সকলকে আশ্বাস প্রদান করে।