গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড কছিমদ্দিন সরদার পাড়ার বাসিন্দা মরহুম কুরমান আলী ফকীরের সহধর্মিণী, মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মো. নুরুজ্জামান ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অবঃ) ফকীর ফারুকুজ্জামান এর রত্ন গর্ভা মা হালিমা বেগম (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব চট্টগ্রামে তার মেজ ছেলে মেজর (অবঃ) ফকীর ফারুকুজ্জামানের বাসায় অবস্থানকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বাদ জোহর গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় ছমির মোল্লা ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
সংগ্রামী এই নারীকে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে বিশেষ অবদান রাখায় ২০১৬ সালে গোয়ালন্দ উপজেলার রতœগর্ভা মায়ের সম্মানে ভুষিত করা হয়।
মরহুমার বড় ছেলে, মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মো. নুরুজ্জামান তার মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।