বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় পৃথকভাবে বিএনপির দুপক্ষের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পাংশা ট্যাম্পু ষ্ট্যান্ড থেকে মিছিল নিয়ে পাংশা বাজার ও পাংশা বারেক মোড় সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ট্যাম্পু ষ্ট্যান্ডে ফিরে একত্রিত হয়ে সমাবেশ করেন।
উপজেলা বিএনপি’র সভাপতি চাঁদ আলী’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক রইচ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম মিষ্টি, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন প্রমূখ।
অপরদিকে বিকাল সাড়ে ৪ টায় পাংশা কেন্দ্রিয় রেলগেট সংলগ্নে সাবেক সাংসদ নাসিরুল হক সাবু গ্রুপের উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধক্ষ এ আর মাহমুদুল হক রোজেন’র সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে এসে পাংশা কেন্দ্রিয় রেলগেট সংলগ্নে সমাবেশে উপস্থিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি নিয়ে পাংশা বাজার ও পাংশা বাড়েক মোড় সহ পৌর শহর প্রদক্ষিণ করে পুৃনরায় রেলগেট সংলগ্নে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শওকত আলী সরদার, বিএনপির নেতা মুজাহিদুল ইসলাম, হাবাসপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক টুকু, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্না, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু বিধান কুমার বিশ্বাস, পাট্টা ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক মুরাদ, পাংশা উপজেলা যুবদলের আহব্বায়ব আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব সেলিম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আকরাম হোসেন মুরাদ, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা সহ বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।