রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অঞ্চলের পদ্মা নদীতে ধরা পরা দুইটি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ১৬ হাজার টাকায়। বুধবার এ মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১৫ হাজার ৮০০ টাকায় কিনে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেন বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার স্থানীয় জেলে নিরব হালদারের জালে মাছ দুটি ধার পরে। মাছ দুটির ওজন হয়েছিল ২ কেজি ৯০০ গ্রাম। পরে মাছ দুটি নিরব হালদারের কাছ থেকে ব্যবসায়ী সম্রাট শাহজাহান ৫ হাজার ২০০ টাকা দরে কিনে নেন। পরে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেন ওই ব্যবসায়ী।
মাছ ব্যববাসী সম্রাট শাহজাহান জানান, এ ধরণের ইলিশ সব সময় পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও অনেকে এই বড় মাছগুলো কেনায় আগ্রহী হন। আমি নিয়মিত অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের বড় বড় মাছ বিক্রি করে থাকি।