রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে প্রথম অধিবেশনে সকালে উপজেলা রেলস্টেশন সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ সহ কয়েক’শ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সভাপতি মো. রুস্তম আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এবিএম সাত্তার জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ আল রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।