রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৪২টি ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।