রাজবাড়ীতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উদীচীর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা উদীচী কার্যালয়ের মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
পাঠচক্রে স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ এবং সঞ্চালনা করেন পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু। আলোচনায় অংশ নেন জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, জেলা উদীচীর সহ-সভাপতি ফকীর শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, কোষাধ্যক্ষ রাধেশ্বাম চক্রবর্তী, সংবাদকর্মী নাহিদুল ইসলাম ফাহিম, সদস্য ফিরোজা খাতুন, ত্রয়ী বিশ্বাস, নাজমুল, আব্দুর রহমান প্রমুখ।
পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোটগল্প ‘মহেশ’ পাঠ করা হয় এবং এ সম্পর্কে নানাবিধ আলোচনা করা হয়।