রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজবাড়ী সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন দলটির জেলা কার্যালয়ের সামনে নেতাকর্মীরা দলে দলে একত্রিত হতে থাকেন। পরে সেখানে থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দান এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম শিকদার, সদস্য সাহাদাত হোসেন মিল্টন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সম্পাদক মাজেদ রহিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম খান, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।
বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর তারিখ আমাদের জন্য অতি আনন্দের একটি দিন। এদিনে সাবেক রাষ্টপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি নামক এ দলটি প্রতিষ্ঠা করেন। এই দলটি আজ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ দল। বিএনপিকে চ্যালেঞ্জ করে এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে তৈরি হয়নি। অনেকেই আগামী নির্বাচনকে বানচাল করার জন্য গুপ্ত ষড়যন্ত্র করছেন। তবে আমরা রাজপথে থেকে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত রয়েছি।