মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজার রেলষ্টেশন হতে দৌলতদিয়া রেল ষ্টেশন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রেলপথে ছয়টি অবৈধ রেলক্রসিং রয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, গোয়ালন্দ বাজার রেলগেট এলাকা, দৌলতদিয়া ইউপি হতে যদুফকির পাড়াগামী হেলিপোর্ট রেল ক্রসিং, সুনিরপুন মিল অফিস সংলগ্ন রেল ক্রসিং, দৌলতদিয়া কিয়ামুদ্দিন পাড়া হতে গফুর মোল্লা পাড়াগামী রেলক্রসিং, দৌলতদিয়া মডেল হাই ষ্কুল সংলগ্ন রেলক্রসিং, দৌলতদিয়া সাইনবোর্ড থেকে হোসেন মন্ডল পাড়াগামী ছয়টি রেলক্রসিং রয়েছে। এই অবৈধ রেলক্রসিংয়ের ৫টিতেই নেই কোনো নিরাপত্তা গেট। অবাধে চলাচল করছে পথচারীসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবহন। নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলের সময় থাকেনা কোনো গেটম্যান।
ট্রেন চলাচলের সময় অবৈধ ৬টি রেলক্রসিংয়ের মধ্যে একটিতে গেট থাকলেও সে সময়ে পাওয়া যায়নি গেটম্যানকে। ৬টি ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংয়ের মধ্যে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক রেলগেটসহ ৪টি রেলক্রসিংয়ের পাশে রয়েছে ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি কলেজ। আর এ প্রতিষ্ঠাগুলোতে তিন হাজারের মত কোমলমতি শিক্ষার্থী পড়াশোনা করে। গোয়ালন্দ বাজারের ফল ব্যবসায়ী শহীদ মোল্লা, মেডিসিন ব্যবসায়ী আব্বাস আলী বলেন, রেলক্রিসংগুলো ঝুঁকিপূর্ণ । এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।