রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পুরিয়া হেরোইনসহ ৮ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। তার নাম মো. সোহেল মোল্লা (৩৯)। সে ফরিদপুর জেলার ভাংগা থানার গুনপালদী মোল্লা পাড়া গ্রামের মো. আঃ মালেক মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৮ আগস্ট সোমবার ভোর সাড়ে ৫ টায় গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর মেইন গেইটের সামনে থেকে ৫২ পুরিয়া যার ওজন ৫.২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।