“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টায় উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করণ, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা সহ মৎস্য চাষী, উদ্যোক্তা ও জেলে সম্প্রদায়গণ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশে আগে প্রবাদ ছিল “আমরা মাছে ভাতে বাঙালি” সেই প্রবাদ বাক্যকে সত্য করে তোলার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই মৎস্য সপ্তাহ উদযাপন। যাদের পরিবারগুলো মৎসের উপর নির্ভর করে বেঁচে আছেন তাদেরকে সংযোগ ঘটিয়ে আমরা চাই আবারো বাংলাদেশ মৎস্য সম্পদের সমৃদ্ধশালী হোক।
আলোচনা সভা শেষে- ২০২৫ সালে উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য তিন মৎস্য চাষির মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।