‘উচ্চারিত পঙক্তিমালায় উজ্জীবিত হোক মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে বাংলা ভাষার সঠিক চর্চার প্রয়াসে প্রতিবছরের মতো এবারও রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে ‘একজ আবৃত্তি উৎসব।’ এতে অংশ নিয়েছেন ১২ জেলার আবৃত্তি শিল্পীরা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘একজ জাগরণ।’
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন- দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম, মাসকুর এ সাত্তার কল্লোল, আলম আরা জুঁই , ইকবাল আহমেদ, ইমরান সাগর, কুমার লাভলু, আঞ্জুমান জুলিয়া, প্রদ্যোত রায়, মেহেদী হাসান, এইচ এম ফাহিম, মো. মুজাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম ও মারুফ।
এছাড়া দলীয়ভাবে আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন- কুষ্টিয়া আবৃত্তি পরিষদ কুষ্টিয়া, ধৈবত আবৃত্তি ভূমি মাদারীপুর, উদ্ভাস আবৃত্তি সংগঠন মাদারীপুর, অনুনাদ গোপালগঞ্জ, ওঙ্কার আবৃত্তি কেন্দ্র সিরাজগঞ্জ, সঙ থিয়েটার ফরিদপুর ও একজ আবৃত্তি পরিবার, গোয়ালন্দ রাজবাড়ী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা জানান, ‘একজ জাগরণ’ আবৃত্তি সংগঠন না হলেও প্রতিবছর আবৃত্তি উৎসবের আয়োজন করে। এই রকম সুস্থ ধারার আয়োজনে আমরা সবসময় চাই।
একজ জাগরণের আহ্বায়ক সুজন সারওয়ার বলেন, আমাদের এবারের আয়োজন ১২ জেলার আবৃত্তি শিল্পী ও সংগঠন অংশ নিয়েছে। আমরা ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি শুদ্ধ উচ্চারণে স্মরণোৎসব আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন একজের যাত্রা শুরু করি। এরপর থেকে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি আমাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবৃত্তি উৎসবের আয়োজন করে থাকি। মাঝে করোনার জন্য ৩ বছর এই আয়োজন করতে পারিনি। তবে এবার আমরা এই আয়োজন করেছি।