‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে শুক্রবার রাজবাড়ী সদর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচটির আয়োজনে ছিলেন ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন খলিলপুর ফুটবল একাডেমী। খেলায় খলিলপুর ফুটবল একাডেমী বনাম গোয়ালন্দ ফুটবল একাডেমী একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় খলিলপুর ফুটবল একাডেমী ২-১ গোলে গোয়ালন্দ ফুটবল একাডেমীকে পরাজিত করে জয় লাভ করে। ভালো খেলা প্রদর্শন করে বিজয়ী দলের সুমন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি ও সহকারি কোচ আরিফ হোসেন নারু, সদস্য ও সহকারি কোচ এরশাদ মন্ডল, খলিলপুর ফুটবল একাডেমীর দলীয় অধিনায়ক মো. সুমনসহ অন্যান্য কর্মকর্তা ও একাডেমীর সদস্যবৃন্দ এবং সহশ্রাধিক ক্রীড়ামোদী দর্শক মন্ডলী।
প্রীতি ম্যাচের আয়োজক আলমগীর হোসেন ও মো. সুমন বলেন, স্মার্ট ফোন থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে এবং খেলোয়াড়দের মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে আমাদের এমন উদ্যোগ।