রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে ১৯ টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। গত শনিবার বিকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, তারা দীর্ঘ ৪০ বছর ধরে তারা পদ্মার চরে বসবাস করে আসছে। হঠাৎ পাবনা জেলার লোকজন দাবি করছে এই চর তাদের। শনিবার ১০০ জনের সংঘবদ্ধ একদল দুবৃর্ত্ত দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোঠা নিয়ে এ হামলা চালায়। সে সময় ১৯টি বাড়ি ভাঙচুর ও লুটপাট শেষে একটি বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।