রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ৭ দফা দাবি উপস্থাপন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শনিবার সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংগঠনের আহ্বায়ক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা শুদ্ধ রাজনীতির আশা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বিএনপিরই একটি অংশ দৌলতদিয়ায় বালি-মাটি চুরি, মাদক, চাঁদাবাজি ও জমি দখলের মতো অপরাধে জড়িয়ে পড়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এক শ্রেণির মদদে দৌলতদিয়া যৌনপল্লীর, রেলওয়ের জমি দখল, অবৈধ ড্রেজার ও মাটি ব্যবসা, ঘাটে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়ম চলছে। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি, যার পরিপ্রেক্ষিতে গত ২ মে ঢাকা-খুলনা মহাসড়ক গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয়।
সংবাদ সম্মেলনে ঈদের সময় গরুর গাড়ি থেকে চাঁদা আদায় বন্ধ, অবৈধ টিকিট কাউন্টার অপসারণ, বিতর্কিত টেন্ডার বাতিলসহ মোট ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
আইয়ুব আলী খান হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা বৃহত্তর গণআন্দোলনের পথে যেতে বাধ্য হব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডল, উপজেলা বিএনপি নেতা কেএ মুহিত হিরা, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিদুল ইসলাম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার সহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।