রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরেছে ইয়াকুব আলী (৬০) নামের এক কৃষক। শনিবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নদী এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৃষক ইয়াকুব আলী জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইয়াকুব আলী সহ ৬ জন দিনমুজুর শ্রমিক হিসেবে স্থানীয় শিমুল প্রামানিক নামে এক ব্যাক্তির জমিতে ধান কাটতে যান। ধান কাটা চলাকালিন সময়ে একটি সাপ দেখতে পায় ইয়াকুব আলী। এ সময় ইয়াকুব আলী সহ কয়েকজন মিলে তাদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে জানতে পারে সাপটির নাম রাসেল ভাইপার।
জমির মালিক শিমুল প্রামানিক বলেন, কৃষকরা তার জমিতে ধান কাটছিলেন। এ সময় একটি সাপ দেখতে পেয়ে তারা মেরে ফেলেছে। পরে জানা গেছে সাপটি রাসেল ভাইপার সাপ ছিল। ঘটনার পর থেকে এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই পদ্মার চরে ধান কাটতে যেতে চাচ্ছে না। স্থানীয়রা জানান, প্রতিবছর মৌসুমে পদ্মার চরে রাসেল ভাইপার সাপ দেখা যায়। ইতিপূর্বে পদ্মার চর থেকে কয়েকজন কৃষককে সাপে কামড় দেয়ার ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, ইতিমধ্যে হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পেরেছি চারজন সাপে কাটা রোগীকে দেওয়ার মত ভ্যাকসিন মজুদ রয়েছে। ওই এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।