শিক্ষার্থীদের বই বিবমুখতা থেকে ফিরিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে এবং রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সহযোগিতায় শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বইয়ের পাতায় জীবন’ শিরোনামে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান আসাদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিযোগিতা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রব সুমন।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবতী, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা সহকারী অধ্যাপক আহসান হাবীব প্রমুখ। এ পর্ব সঞ্চালনা করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক রবিউল রবি।
প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেয় রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পূজা দাস, সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাহিত্য পোদ্দার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আয়শা সিদ্দিকা, আরএসকে ইনস্টিটিউশনের ছাত্রী গ্রেস স্তুতি হালদার, অংকুর স্কুল এন্ড কলেজের ছাত্র হাসিবুল হাসান সূর্য। শিক্ষার্থীরা বই পড়ার প্রতি প্রয়োজনীয়তা অনুভব করে এমন একটি আয়োজনের জন্য সমকাল সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানায়। .
শিক্ষকরা কীভাবে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে পারে। বা বই পড়ায় উদ্বুদ্ধ করতে আসলেই তাদর করণীয় কিছু আছে কীনা এ বিষয়ে শিক্ষকরা বলেন, বই জ্ঞানের প্রদীপ। বই পড়ার কোনো বিকল্প নেই। এখন থেকে তারা শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে আন্তরিকভাবে চেষ্টা করে যাবেন। বক্তৃতা করেন অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক গোলাম সারওয়ার, আরএসকে ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না রানী সাহা, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওলিউল আজম তৈমুর, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার পাল ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহেদ আলী।
বইয়ের পাতায় জীবন পর্বে আলোচনা করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা কর্র্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। তিনি বলেন, যে যত বেশি বই পড়বে সে তত আলোকিত হবে। এভাবেই বইয়ের পাতায় জীবন ফুটে উঠবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা মঞ্চে এসে তযে বক্তৃতা দিয়েছে তা আমাদেরকে খুবই আশান্বিত করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের বক্তব্য শুনে খুুবই অবাক হয়েছি। এত চমৎকার করে তারা উপস্থাপন করেছে, যুক্তি উপস্থাপন করেছে। স্বাচ্ছন্দ্যের সাথে কথা ডেলিভারী দিয়েছে যা সত্যিই অবাক করার মত। একটা কথা চালু আছে এখনকার ছেলেমেয়েরা লেখাপড়া করেনা। কিন্তু এইসব ছেলেমেয়েকে দেখে মনে হয়েছে তারা যুক্তির চর্চাও করে। সমকাল মানুষকে নানাভাবে উদ্বুদ্ধ করছে। যত সংকটই থাকুক সমকাল এই কাজগুলো করে যাবে। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করলাম এই প্রাণবন্ত পরিবেশকে ধরে রাখতে হবে। আমাদের আশাবাদী হওয়ার মত অনেক কিছুই রয়েছে।
প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা। যারা পুরস্কার পায়নি তারা মন খারাপ করবে না। রাজবাড়ী জেলায় এরকম একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিঃসন্দেহে এমন প্রতিযোগিতা মেধা ও মননের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃষ্টিশীল কাজে যাতে মনোনিবেশ করে সে দিকে সবারই লক্ষ্য রাখা উচিত।
জেলার পাঁচচি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে তিনজন প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, আটজনকে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলকে সান্ত¡না পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।