রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে একজন ও দুই মামলার পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেফতারকৃত আসামীযা হলেন গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া বর্তমান দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা সাঈদ প্রমানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০) ও একই উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা গোলাম মহি উদ্দিনের ছেলে মো. জানে আলম রিপন (৩৩)। রাকিব পূর্বের দুইটি জিরআর পরোয়ানা ভুক্ত আসামি।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া আইয়ুব মেম্বারের বাড়ির সামনে হতে ৬০ পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রির টাকাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।