‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের এ আয়োজন করে।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পরে মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ভূমি আড্ডা অনুষ্ঠিত হয়।