রাজবাড়ীর পাংশায় অনুমতি ছাড়াই সরকারি খালের উপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সোহেল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের মেঘনা ঈদগাহ ময়দান সংলগ্নে এ ঘটানা ঘটে। অভিযুক্ত সোহেল শেখ একই এলাকার কেতার শেখের ছেলে।
জানা যায়, উপজেলার বাহাদুরপুর কালিতলা-মাছপাড়া সড়কের মেঘনা ঈদগাহ সংলগ্ন খালের উপর একটি ঘর নির্মাণ করছেন স্থানীয় সোহেল শেখ। রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সোহেল শেখ খালের উপর বেশ কয়েকটি সিমেন্টের খুঁটি ও বাঁশের মাচা দিয়ে নির্মাণকাজ করেছেন।
এ বিষয়ে সোহেল শেখ বলেন, সরকারি খালের উপর ঘর করছি। এতে সরকারি অনুমতির নেওয়ার কি দরকার? আমি কোনো অনুমতি নেইনি। সরকারের কোন সমস্যা হলে ঘর ভেঙে দিক।
স্থানীয়রা বলেন, খালের উপর এ ধরনের অবৈধ দখল এবং স্থাপনা পরিবেশ ও পানি চলাচলের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ ব্যাপারে বাহাদুরপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জহুরুল হক বলেন, আমি সরেজমিনে গিয়ে মৌখিকভাবে তাকে ঘরটি সরিয়ে নিতে বলবো। তিনি যদি না সরান তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বলেন, বিষয়টি আমার জানা নেই। স্থানীয় তহশীলদারের মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।