রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা হতে দুইশত গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া গ্রামের ওম্বার মুন্সির ছেলে কুতুব মুন্সি (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হতে ২০০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।