রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো গোয়ালন্দ পৌরসভা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোয়ালন্দ ঘাট থানা।
কোয়ার্টার ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা ২-০ সেটে উপজেলা কৃষি অফিসকে, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ২-০ সেটে উপজেলা বিআরডিবি অফিসকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২-০ সেটে উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে, গোয়ালন্দ ঘাট থানা ২-০ সেটে উপজেলা পরিষদকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
কোয়ার্টার ফাইনালের ৪র্থ খেলায় উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ প্রমুখসহ খেলার পরিচালকবৃন্দ, অন্যান্য কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ।