রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী’র বিভিন্ন বয়সী ৮০ জন ক্ষুদে ফুটবলারের মাঝে জার্সি উপহার দিয়েছেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সি।
গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন জানান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে প্রতিদিন গোয়ালন্দ ফুটবল একাডেমী বিনামুল্যে ফুটবল প্রশিক্ষণ দিয়ে থাকে। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান হঠাৎ একদিন ফুটবল নিয়ে মাঠে উপস্থিত হন। প্রশিক্ষনার্থী ফুটবলারদের বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি তার সন্তান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সীকে দিয়ে ক্ষুদে ফুটবলারদের জন্য উপহার হিসাবে জার্সি পাঠান।
রবিবার বিকেল ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে জার্সি উপহার দিতে এসময় উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহকারি কোচ আরিফ হোসেন নারু, সদস্য ও সাবেক ফুটবলার সাইদ মোল্লা, সদস্য মো. এরশাদ মন্ডল প্রমুখ।
সেলিম মুন্সি বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমী একটি ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনটি গোয়ালন্দে খেলাধুলায় বিশেষ অবদান রেখে চলছে। এরকম একটি সংগঠনের শিশুদের জন্য কিছু একটা উপহার দিতে পেরে ভালো লাগছে। শিশুরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে প্রতিদিন মাঠে আসছে এটা খুবই আনন্দের ব্যাপার। গোয়ালন্দের খেলাধুলার জন্য যখন যা লাগবে আমরা সাধ্যমত চেষ্টা করবো সবার পাশে থাকতে।
গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, “সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে গোয়ালন্দ ফুটবল একাডেমী গোয়ালন্দের ফুটবল উন্নয়নে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। যার ফলশ্রুতিতে গোয়ালন্দ ফুটবল একাডেমী সম্প্রতি রাজবাড়ী জেলার মাটিপাড়া একটি বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আবার তিনিই স্বেচ্ছায় আমাদের একাডেমীর ক্ষুদে ফুটবলারদের মধ্যে জার্সি উপহার দিলেন। চেয়ারম্যান মহোদ্বয়ের এমন মানবিক কাজের জন্য গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিবারের পক্ষ হতে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।