রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গোয়ালন্দ প্রতিনিধি জানান, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত এক অটো রিক্সা চালক নিহত হয়। এসময় অটো রিক্সার আরোহী উসমান নামের এক যুবক গুরুত্বর আহত হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক উসমানকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে অটো রিক্সা দৌলতদিয়া ঘাটে দিকে যাচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে খুলনার দিকে যাচ্ছে একটি ট্রাক। এসময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে অটো রিক্সা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। কালুখালী প্রতিনিধি জানান, নিজের নসিমনের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন চালক সাইফুল ইসলাম। শুক্রবার রাতে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামের আরশেদ আলী মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সাইফুল ইসলাম পেশায় নছিমন চালক। পাংশা বাজারের ব্যবসায়ী জীবন সাহার ২০ ব্যারেল সয়াবিল তেল নিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কালুখালী উপজেলার পাইকারা মোড় অতিক্রম করার সময় নছিমনের সামনের চাকা ফেটে যায়। এসময় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাইফুল তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে ৯টার দিকে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।