রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এবং পৌরসভার ২৫ টি পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া তার বক্তৃতায় বলেন, একজন মুসলমান হিসেবে এতো দিন দুইটা প্রধান উৎসব পালন করেছি। এবছর দুর্গাপূজা নিয়ে আমার বছরে তিনটি প্রধান উৎসব। আপনারা নির্ভয়ে উৎসব পালন করবেন। রাজবাড়ী জেলা এবং সকল উপজেলা বিএনপি আপনাদের সাথে আছে। গত শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক আ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাধন কুমার সাহা, সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।
এর আগে সকালে রাজবাড়ী সদর উপজেলা ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিতব্য ১১০টি পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। এদিন রাজবাড়ী সদর ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিত ১১০ টি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিত ২৫টি পূজা উদযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আসলাম মিয়া বলেন, এবারের দুর্গাপূজার অষ্টম দিনে গোয়ালন্দ উপজেলার প্রত্যেকটি পূজা মন্দিরে, নবমীর দিন রাজবাড়ী সদর এবং দশমীর দিনে রাজবাড়ী পৌরসভার মন্দিরে উপস্থিত থেকে আপনাদের সাথে উৎসব পালন করবো।