দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের মোট ২৬ টি জেলার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু এবং রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ করতে হবে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়কালে কথাগুলো বলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গতকাল রবিবার বেলা ১২ টায় গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন লোকমান হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় তার ব্যাক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিষয় দুটি নিয়ে তিনি বিগত ২০ বছর ধরে কাজ করে চলেছেন। অতীত আন্দোলন সংগ্রাম করেও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন এ দাবীগুলো বাস্তবায়নে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। এ দুটি মেগা প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের কৃষি, শিল্প, বানিজ্য, যোগাযোগ সহ বিভিন্ন খাতে অভাবনীয় অগ্রগতি সাধিত হবে।
ইতিমধ্যে ঢাকাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ প্রকল্পের উপর সেমিনার করেছেন। এছাড়া বিভিন্ন গোষ্ঠীর সাথে বেশ কয়েকটি সভা করেছেন বলে জানান। এসময় তিনি দেশের ঐতিহ্যবাহী গোয়ালন্দ উপজেলা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সহ সভাপতি মাহবুব আলম শাহিন প্রমূখ।