রাজবাড়ী বালিয়াকান্দিতে জমির ভুয়া কাগজ তৈরি করে জমির মালিককে হয়রানির অভিযোগ পাওয়া গেছে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আকমল হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. কাজেম আলী মন্ডল জানান, আমার পিতা মৃত ইদ্রিস মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল মৌজায় মোট ১৬১ শতক জমি ক্রয় করে। ১৯৮৮ সালে ১৬১ শতক জমি তিনি আমার নামে দলিল করে দেয়। ১৯৯০সালে এই ৩ দাগ ভেঙে ১ দাগ হয়। ওই জমির ১০ শতক রাস্তায় পড়ে এবং ১১১ শতক জমি আমার নামে রেকর্ড হয়। বাকি ৪০ শতক জমি ভিপিতে গেলে আমরা ভিপি কাটিয়ে ২০২১ সনে আমার নামে রেকর্ড হয়।
কিন্তু মো. আকমল হোসেন তার মৃত মায়ের নাম ব্যবহার করে কিছু জাল কাগজ তৈরি করে ২০২১ সালে নামজারি কৃত ৪০ শতক এ সম্পদের দাবি করে এবং ওই কাগজ নিয়ে ভূমি অফিসে গিয়ে খাজনা/দাখিলা আবেদন করলে তার আবেদন খারিজ হয়ে যায়। গত ৭ জুলাই আকমল হোসেন আবারও মিস কেস করেন। এই হয়রানির বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব।
অভিযুক্ত আকমল হোসেন কে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি।