রাজবাড়ীতে ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’- স্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী জেলা উদীচী মিলনায়তনে জেলা সিপিবি’র উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
দুপুরে খাবারের বিরতির পর শুরু হয় কাউন্সিল অধিবেশন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ হয় দিবাগত রাত ৯ টার দিকে। এসময় সর্বসম্মতিক্রমে কমরেড আবদুস সামাদ মিয়াকে সভাপতি ও কমরেড ধীরেন্দ্রনাথ দাসকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, কমরেড আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম মো. মোস্তফা, কমরেড বাবন চক্রবর্তী, কমরেড মুজিব আলম বকুল, কমরেড মজিবর রহমান, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড আফরোজা ডলি, কমরেড এজাজ আহম্মেদ ও কমরেড আবদুল হালিম। কমিটি বাকী দুইজন সদস্য পরবর্তী সভায় কো-অপ্ট করা হবে।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদীচী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, সাবেক জেলা সভাপতি কমরেড আবুল কালাম, সাধারণ সম্পাদক কমরেড আবুল কালাম মো. মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, সদর উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড ধীরেন্দ্রনাথ দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক শুশান্ত রায়, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির এবং উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সিপিবি রাজবাড়ী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু।
বক্তারা বলেন, দেশে বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ।
আলোচনা সভা শেষে