বর্ণাঢ্য আয়োজনে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটি আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
জন্মাষ্টমী উপলক্ষে সকালে কালুখালীর শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কালুখালীর রতনদিয়া বাজার ও স্টেশন বাজার প্রদক্ষিন করে। পরে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি তনয় চক্রবর্তী শম্ভু।
সভায় কালুখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রনজয় বসু, সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত, প্রভূপাদ গোপাল গোস্বামী, মদাপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ প্রামানিক, উপজেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি অসীম মন্ডল,সাধারন সম্পাদক প্রান্ত মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর প্রসাদ বিতরন করা হয়।