রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেনকে গ্রেফতার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ ডিবি। গত মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে তাকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড মঠ মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া এলাকার মো. কুরবান মন্ডলের ছেলে এ বি এম বাতেন (৪৫)।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মো. মফিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।