ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৫ প্রথম দিনের ইভেন্ট বুধবার অনুষ্ঠিত হয়েছে। ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যে পুলিশ লাইন্স রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের ইভেন্টে ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম চাকরি প্রার্থী এবং তাদের অভিভাবকগণের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। বিধায় পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের পরিবারের কোন সদস্য যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন এ বিষয়ে সর্তক থাকার জন্য আহ্বান জানান।
এসময় নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।