রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে রবিবার রাতে মো. রফিকুল ইসলাম মাস্টারের বাড়ীতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে একটি গরু পুড়ে মারা গেছে। অপর একটি গরু গুরুতর আহত হয়।
রফিকুল ইসলাম মাস্টার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েত খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় পরিবারটি চরম আতস্কে দিন যাপন করছে।
জানা যায়, চাঁদার টাকা না দেওয়ায় বেশ কিছুদিন আগেও ওই বাড়িতে হামলা হয়েছিলো। যেটা ওই বাড়ির সিসি টিভির ফুটেজে ধরা পরে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছিলো। তবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
রফিকুল ইসলাম বলেন, চাঁদার জন্যই বারবার আমার বাড়ীতে হামলা করছে তারা। সন্ত্রাসী বিকাশের নাম পরিচয় দিয়ে ফোনে চাঁদা চাওয়া হচ্ছে, তবে আমার ও এলাকাবাসির ধারণা যারা চাদা দাবী করে আসছে প্রশাসন ভিডিও ফুটেজ ও মোবাইল নাম্বার পর্যালচনা করলে এদের শনাক্ত করতে পারবে। আমরা অসহায় হয়ে পড়েছি। আজ আগুন দিয়ে আমার গরু পুড়িয়ে মেরে ফেলেছে কাল আমাকেও তারা পুড়িয়ে মেরে ফেলতে পারে। তাই আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি।
ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, আমি ঢাকায় রয়েছি তবে বিষয়টি আমি শুনেছি। এটা অত্যান্ত দুঃখ জনক ঘটনা। ইতি পূর্বেও ওই বাড়ীতে সন্ত্রাসীরা বোমা হামলা করেছিল।
পাংশা মডেল থানার এস আই ও পাট্টা ইউনিয়ন বিট পুলিশ অফিসার মো. সেলিম হোসেন জানান, বিষয়টি শুনেছি আমি ঘটনাস্থলে যাচ্ছি বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।