রাজবাড়ীর পাংশায় কীটনাশক পান করে বিথী খাতুন (৩২) নামের এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠি মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। বিথী খাতুন একই ইউনিয়নের নাদুরিয়া গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে প্রায়ই বড় বোন কবিতার বাড়িতে বেড়াতে যেতেন। দেড় মাস আগে তিনি কুঠি মালিয়াট গ্রামে বোনের বাড়িতে যান। সেখানেই শনিবার সকাল ৯টার দিকে সবার অগোচরে বিথী কীটনাশক পান করেন। পরে আশঙ্কাজনক তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মানা যান
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।