রাজবাড়ীতে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এর নেতৃত্বে এক কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছে কৃষকলীগ। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়নের বিচিত্রা গ্রামের কৃষক দুলাল পাঠোয়ারীর ধান কেটে দেন শতাধিক নেতা-কর্মী। এ সময় ওই কৃষকের শ্রমিকের মুজরি হিসাবে নগদ অর্থও দেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও কৃষকলীগের সভাপতি/সাধারন সম্পাদকের পরামর্শে দুলাল পাটোয়ারী নামে এক কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছেন। শুধু ধান কাটা না কৃষকের আর্থিক সহ সব ধরনের সহযোগিতা করবেন। এছাড়া অসহায় কৃষকের ধান মাঠে থাকা পর্যন্ত তারা মাঠে থাকবেন। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোখা মেকাবেলাও কৃষকলীগ সবার পাশে থাকবে।
এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কর খান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আল মামুন আরজু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।