বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

বালিয়াকান্দিতে মাদক উদ্ধার ॥ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৩৪ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে শুক্রবার রাতে আড়াইশ গ্রাম গাঁজা, ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। এসময় ছয় মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো একই গ্রামের ছব্দাল মন্ডলের ছেলে আনোয়ার হোসেন ওরফে লম্বু আনোয়ার, কোবেদ আলী শেখের ছেলে সুজন শেখ, নারায়ণপুর গ্রামের আলাউদ্দিন মীরের ছেলে ইকবাল হোসেন ও বারমল্লিকা গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে বিল্লাল শেখ। এদের মধ্যে লম্বু আনোয়ারের বিরুদ্ধে মাদক, নারী নির্যাতনসহ ছয়টি মামলা আদালতে বিচারাধীন। সুজন শেখের বিরুদ্ধেও রয়েছে দুটি মামলা।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সুজন মাঝির বসতঘর থেকে চারজনকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়। সরঞ্জামাদির মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদি (সাদা কাগজে মোড়ানো ইয়াবা সেবনের ৪টি পাইপ, গ্যাস লাইটার ০৪টি, প্লাষ্টিক বোতলের কর্ক ০৪টি, স্টীলের প্লেট ০১টি), গাঁজা সেবনের সরঞ্জামাদী (সামান্য পরিমান গাঁজার গুড়া, সামান্য পরিমান তামাক পাতা, একটি দিয়াশলাই বক্স, ১টি গাঁজা সেবনের কলকি, ১টি লোহার তৈরি গাঁজা কাটার বাটাল, এক টুকরা কাঠের খন্ড ও সামান্য পরিমান নারিকেলের ছোবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

সিডিএমএস পর্যালোচনায় আসামী সুজন হোসেন ওরফে সুজন মাঝি এর বিরুদ্ধে ১। রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-২/১৩০, তারিখ-০২ নভেম্বর, ২০১৭; জি আর নং-১৩০/১৭, ধারা-১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২। রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-১২, তারিখ-২৭ মার্চ, ২০০৫; জি আর নং-২৯/০৫, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ এবং ধৃত আসামী ২। আনোয়ার হোসেন এর বিরুদ্ধে ১। রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-৭, তারিখ-০৭ সেপ্টেম্বর, ২০১৬; জি আর নং-৯১, ধারা- ৭/৩০/১০/৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ২। (ঢট৩) রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-০৪, তারিখ-০৭ মে, ২০১২; ধারা-৩৩২/৩৫৩/৩৩৩/১৮৭ পেনাল কোড-১৮৬০, ৩। রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-০১, তারিখ-২৩ মার্চ, ২০১১; ধারা- ৪৪৭/৩৭৯/৩২৩/৫০৬ পেনাল কোড-১৮৬০, ৪। রাজবাড়ী এর বালিয়াকান্দি থানার এফআইআর নং-২, তারিখ-০৪ জুলাই, ২০১৪; ধারা-৩০২ /২০১ /৩৪ পেনাল কোড-১৮৬০, ৫। ফরিদপুর এর মধুখালী থানার এফআইআর নং-৮, তারিখ-০৬ ডিসেম্বর, ২০২২; জি আর নং-২৬০, ধারা-১৭০/৩৪২/৩২৩ /৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০, ৬। রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১১, তারিখ-০৮ ডিসেম্বর, ২০২২; জি আর নং-৫৬৩ ধারা-১৭০/৩৪২/৩৮৫/৩৮৬/৩৪/৫০৬ পেনাল কোড-১৮৬০ মামলাগুলি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com