রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বুড়ির বিলে খাল পুন খননের বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, এক সময়ে বুড়ির বিলে (বিলবুড়ি) জলাবদ্ধতার কারনে সারা বছর কয়েকশ হেক্টর জমিতে কচুরি পানা ও পদ্মফুল দেখা যেত। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে ৩/৪ ফসলী জমিতে পরিণত হয়েছে। উক্ত বিলে বর্তমানে ধান, পাট, পেয়াজ, রসুন, মরিচ, গম , ভুট্টা , ডাল সহ বিভিন্ন ফসল উৎপাদিত হচ্ছে। সম্প্রতি সময়ে খালটি পুনঃ খননের প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ১ কিঃমিঃ খননের কাজ শুরু করেছে ফরিদপুরের সুমন ট্রেডার্স নামের প্রতিষ্ঠান। খনন কার্য অনেকাংশে করলেও বিলের তলদেশ এলাকার জনৈক সালাউদ্দীন ফকিরের পুকুরের পাড়ে গিয়ে অজ্ঞাত কারনে থেমে যায়। ফলে এ অবস্থায় থাকলে খাল খননে কৃষকের লাভের চেয়ে ক্ষতি বেশী হবে । তাই তলদেশের মুখ খনন করে মাঠের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবীতে এ আবেদন।
কৃষক শওকত হোসেন জানায়, খাল খনন করতে গিয়ে তার ৫০ হাজার টাকা মূল্যের ১৬টি গাছ কেটে ক্ষতি করেছে। বিলের তলদেশ কাটা না হলে এ খনন কোন কাজে আসবে না।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানায়, দ্রুতই কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।