রাজবাড়ীতে চরমপন্থী নেপাল বাহিনীর সদস্য মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ শাহীন (৩০) কে বুধবার দিবাগত রাতে একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গ্রেপ্তাকৃত ব্রিটিশ শাহীন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে। রাত দেড় টার সময় রাজবাড়ী সদর থানার খোষবাড়ী গ্রামের মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অজ্ঞাত ২ সদস্যসহ ঘটনাস্থলে অবস্থান করছে। খবর পেয়ে মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন চরমপন্থি পালিয়ে যায়। এসময় মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ শাহীনের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার কালো রংয়ের সচল ওয়ান শুটারগান, যার ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে, বাটসহ লম্বা ১৬ ইঞ্চি, ব্যারেল এর দৈর্ঘ্য ৯ ইঞ্চি, কাঠের বাট সহ বডির দৈর্ঘ্য ৭ ইঞ্চি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য।
তিনি আরো বলেন, তার প্রকাশ্য জীবিকারও কোন উৎস নেই এবং সে একটি সক্রিয় সন্ত্রাসী চরমপন্থি গ্রুপের সদস্য। তারা নদীপথে ডাকাতি, রাহাজানি করে জীবিকা নির্বাহ করে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।