কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমুখ। ‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক অনিরুদ্ধ মন্ডল। আলোচনা পর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন, দেশপ্রেম, তাঁর শিল্প ভাবনা, দেশ উন্নয়নে তাঁর অবদানের বিষয়সমূহ বক্তারা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।