রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শহরের হাটের দিনে মাংস মাছসহ অন্যান্য ব্যবসায়ীরা ব্রীজের উপর হতে নোংরা নদীতে ফেলার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। দুর্গন্ধে টিকতে পারছে না দুপাড়ের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।
উপজেলা সাব-রেজিষ্টারী অফিসের দলিল লেখক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মমিন সহ বেশ কয়েক জন দলিল লেখক জানান, বাজারে জবাইকৃত গরু, ছাগল হাঁস-মুরগীর সকল উচ্ছিষ্ট অংশ ব্রীজের উপর থেকে প্রতিনিয়ত নিচে ফেলে দেওয়া হয়। ফলে নদীতে পানি না থাকায় নোংরা ভাগারে পরিনত হয়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা হতে আশা মানুষগুলো দুর্গন্ধে দাঁড়াতে পারছে না রেজিষ্টারী অফিস এলাকায়।
গাজী রেষ্টুরেন্ট এর মালিক চা বিক্রেতা দেলোয়ার সর্দার, জুতার ও স্যান্ডেলের কারিগর মনোরঞ্জন দাস, সেলুন দোকানী অন্ত জানায়, দিনে যতই রৌদ্রের প্রখরতা বাড়ে তত গন্ধ ছড়ায়। দুর্গন্ধের কারণে কেঊ বসতে চায় না। দোকানে বেচাকেনা কমে গেছে। বিভিন্ন মহলে প্রতিকার চেয়ে কোন লাভ হয়নি।
বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুল আলম জানান, কোথায়ও বর্জ্য ফেলার জায়গা না থাকায় নদীতে ফেলতে বাধ্য হচ্ছে। বর্জ্য ফেলার বিষয়টি বিভিন্ন সভা সমাবেশে বললেও কতৃপক্ষ কোন কর্নপাত করছে না।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, দ্রুতই কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।