কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রোববার বেলা ১১টায় আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্কোর কার্ড ফাইন্ডিংস মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কিশোর কিশোরীর সেবার মান উন্নয়ন এবং সেবা কেন্দ্রে সেবা নিতে আসা নিশ্চিতকরণ। ফাইন্ডিংস সভায় উপস্থিত ছিলেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন: ইসতিয়াজ ইউনুস, সহকারি পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা, রাজবাড়ী, উম্মে তানিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ইউএফপিও, গোয়ালন্দ, ডা: এ এইচ মুহাম্মদ উল্লাহ, মেডিকেল অফিসার (এমসিএইচ), রাজবাড়ী এবং ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি সহ স্কুলের শিক্ষক, মেম্বার, কিশোর কিশোরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কিশোর কিশোরী ও মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্য এই আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, আপনারা এখানে আসবেন এবং আপনারা এই আলীপুরে প্রত্যেকটি ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দেবেন যে আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কিশোর কিশোরী ও গর্ভবতী মায়েদের সেবা দেওয়া হয়।
সহকারি পরিচালক বলেন, এই কেন্দ্রটি একটি মডেল যেখানে কিশোর কিশোরী সহ মায়েদের সেবা নেওয়ার হার বেশি। কিশোর কিশোরীদের কাছ থেকে একটা ফাইন্ডিংস পেয়েছি সেটা হলো কিশোর কিশোরী কর্ণার এখানে সেই ভাবে নাই যেখানে একটা ঘর থাকে যেটা কাচ দিয়ে ঘেরা থাকে আমরা এই ফইন্ডিংস নোট করে নিয়েছি উপর মহলে আলোচনা করবো তবে যদি রাজবাড়ীতে কিশোরী কর্নার করা হয় তবে আলীপুরেই হবে।