রাজবাড়ীর বরাট ইউপির বরাট আকিরননেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন ছাত্রদের বরণ এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার মাদ্রাসার নিজস্ব মাঠে এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস।
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: আমিন উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ.সি.এ চার্টার্ড একাউন্টিং, বিবিএ, এমবিএ রাসেদুল ইসলাম, ফরিদপুর শিবরামপুরে অবস্থিত মামুন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো : শাহিন শাহাবুদ্দিন (মামুন), ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসআই(ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের মুন্সী আব্দুল লোকমান, বরাট ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, বরাট মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. সাকিব হোসেনসহ শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বরাট আকিরননেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই। তিনি বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভাবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করবে। খেলাধুলায় উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।